My Sells & Service

করোনা নিয়ে আতঙ্খ নয় !
চাই সচেতনতা।



আসুন জেনে নেই কিভাবে বাস্থে হবে করোনা কবল থেকে!

আমাদের অনেকের মনের ভি
তর বারবার একটা প্রশ্ন আসে তা হল করোনা ভাইরাস কি ? অথবা কীভাবে তা ছড়ায় ?করোনার আক্রমন হতে কিভাবে রক্ষা পাওয়াা যায় ইত্যাদি ইত্যাদি।
ভাইরাস বা যেকোনো ভাইরাস একটি জীবাণু। কোনো জীব নয়।যা কোন জীব দেহে জীবিত থাকে।কিন্তু জিবদেহের বাহিরে জ্বরপদার্থ । এটি একটি প্রোটিন কণা যার উপরে ফ্যাটের একটি প্রলেপ থাকে। যখনই চর্বির প্রলেপযুক্ত প্রোটিন কণা ‍অপনার চোখ, নাক ও মুখের সংস্পর্শে আসে এবং শরীরের কোষগুলোতে ঢুকে পড়ে । তখন আমাদের শরীরের কোষগুলোর জিনগত সংকেতের  পরিবর্তন আনার কারণে শরীরের ওই কোষগুলো ভাইরাস তৈরির কোষে পরিণত হয়। যাকে আমরা ভাইরাস আক্রান্ত কোষ বলি।
করোনাভাইরাস রাইবোভিরিয়া পর্বের নিদুভাইরাস বর্গের করোনাভিরিডি গোত্রের অর্থোকরোনাভিরিন্যা উপ-গোত্রের সদস্য। তারা সার্পিল আকারের। এর জিনোমের আকার সাধারণত ২৭ থেকে ৩৪ কিলো বেস-পেয়ার এর মধ্যে হয়ে থাকে যা এ ধরনের RNA ভাইরাসের মধ্যে সর্ববৃহৎ। করোনাভাইরাস  শব্দটি ল্যাটিন ভাষার মূল শব্দ (করোনা )  যার অর্থ "মুকুট"। কারণ দ্বিমাত্রিক সঞ্চালন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ভাইরাসটির আবরণ থেকে গদা-আকৃতির প্রোটিনের কাঁটাগুলির কারণে এটিকে অনেকটা মুকুট করোনার মত দেখায়। ভাইরাসের উপরিভাগ প্রোটিন সমৃদ্ধ।  যা ভাইরাল স্পাইক পেপলোমার দ্বারা এর অঙ্গসংস্থান গঠন করে। এ প্রোটিন সংক্রমিত হওয়া টিস্যু বিনষ্ট করে। ভাইরাসটি ডাইমরফিজম রুপ প্রকাশ করে। বিজ্ঞানিরা মনেকরছেন যে করোনা ভাইরাসটি এসেছে একটি বন্য প্রাণী বানর , বাদুর ইত্যাদি থেকে।

w
Wonderful Bangladesh1

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় ?


১.ঘরে থাকি।
২. বাইরে বের হলে নিয়মগুলো মানি। মাস্ক ব্যবহার করি।
৩. তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক নিয়ম মত (যা উপরে দেখানো হল) ধুয়ে ব্যবহার করতে পারি।
৪. বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। 
৫. বা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
৬. প্লাস্টিকের  পিপিই বা চোখ মুখ, মাথায় একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
৬. কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পড়ি (কেননা এগুলো একবার ব্যবহারের জন্য তৈরি দ্বীতৃয় বার ব্যবহারন কারয়য়না)।
৭. চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করিচি কাশি যাদের আছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাইল ফোন, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা এবং বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি।
কেননা শুকনো হাতের  ফাটা অংশ এর ফাঁকে এই ভাইরাস থেকে যায়। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকি। 

No comments:

Post a Comment